আমুদরিয়া নিউজ: ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় যে তিনটি এক দিনের ম্যাচে ভারত খেলবে, সেখানে শুভমন গিলকে দায়িত্ব দিয়েছেন নির্বাচকেরা। দল ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছেন, কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হল। আগরকর বলেন, তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়ক রাখা সম্ভব নয়। যেহেতু টেস্টে শুভমন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার অধিনায়ক, তাই এক দিনের ক্রিকেটেও রোহিতকে সরিয়ে শুভমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগরকর বলেন, ‘‘তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে। রোহিতকে সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু কখনও কখনও ভবিষ্যতের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়।’’