আমুদরিয়া নিউজ : আমাদের কাছে হাসপাতাল মানেই ইঞ্জেকশান, এটা ওটা খাওয়া বারণ। সারাদিন বিছানায় শুয়ে থাকা। এক অসহ্যকর ব্যাপার। কোনও কারণে হাসপাতালে ভর্তি হওয়ার নাম নিলেই যেন ভয় ধরে যায়। কিন্তু, সম্প্রতি ভাইরাল একটি হাসপাতালের ভিডিওতে এক মন ভাল করা দৃশ্য ফুটে উঠেছে যেখানে দেখা গিয়েছে একটি বাচ্চার হাতে স্যালাইন লাগানো অবস্থায় সে একেবারে স্যালাইন স্ট্যান্ডে দাড়িয়ে রয়েছে। এক ব্যক্তি সেই স্ট্যান্ডটি ধরে তাঁকে পুরো বারান্দায় ঘোরাচ্ছে। ভিডিওটি দেখে অনেকে লেখেন এমন রোগী তো সবাই হতে চাইবে।
