আমুদরিয়া নিউজ: ২০২৫ সালে নোবেল শান্তি পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার দুপুরে নরওয়ে নোবেল কমিটি মাচাদোর নাম ঘোষণা করেন। বিশ্বের নানা প্রান্তে সাতটি যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেও ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না-পাওয়ায় হতাশ হোয়াইট হাউস। তারা সরাসরি নোবেল কমিটিকে নিশানা করেছে। হোয়াইট হাউসের বিবৃতি, ‘‘আবারও নোবেল কমিটি প্রমাণ করল যে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।’’ এক্স পোস্টে হোয়াইট হাউসের দাবি, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি এবং যুদ্ধ অবসানের জন্য কাজ চালিয়ে যাবেন। তাঁর মধ্যে মানবতাবাদী হৃদয় রয়েছে। তাঁর মতো কেউ আর কখনও আসবেন না। তিনি তাঁর ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারেন।’’ হোয়াইট হাউসের তরফে প্রতিক্রিয়া জানানো হলেও এখনও পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের বক্তব্য মেলেনি।