আমুদরিয়া নিউজ: সকল প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান স্বাভাবিক, সুসম্পর্ক চায়। চিনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানকে ‘শান্তিপ্রিয়’ দেশ বলে দাবি করে শাহবাজ বলেন, “পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলি-সহ সকল এসসিও সদস্যভুক্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সমর্থন করে এবং সম্মান করে। শুধু তাই নয়, পাকিস্তান সর্বদা বহুত্ববাদ, আলোচনা এবং কূটনৈতিক শক্তিতে বিশ্বাসী। একতরফাভাবে কোনও কিছু করাকে সমর্থন করে না। তবুও, গত কয়েক মাসে এই অঞ্চলে অত্যন্ত বিরক্তিকর কিছু ঘটনাবলী দেখা গিয়েছে। এতে আমরা হতাশ এবং মর্মাহত।” সিন্ধু চুক্তির প্রসঙ্গ তুলে শাহবাজ আরও বলেছেন, ‘‘এসসিও সদস্যদের মধ্যে যে চুক্তি রয়েছে, তার শর্ত অনুযায়ী জলের অবাধ ও ন্যায্য বণ্টন মেনে চলা হলে ভবিষ্যতে এসসিও-র কাজই আরও সহজ হবে। পাকিস্তান তার প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিক, স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সব সমস্যার সমাধান চাই আমরা।’’
