আমুদরিয়া নিউজ: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই তড়িঘড়ি বিবৃতি দিল নয়াদিল্লি। হস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই ভারত অগ্রাধিকার দিয়ে থাকে। তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের (তেল) আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়।” বিবৃতিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা না হলেও অনেকেই মনে করছেন, নয়াদিল্লির তরফে প্রকারান্তরে এই বার্তাই দেওয়া হয়েছে যে, তেল কেনার বিষয়ে স্বাধীন ভাবেই সিদ্ধান্ত নেবে তারা।
