আমুদরিয়া নিউজ: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালিয়েছে ভারত। সেখানে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাল চিন। ভারতের তরফে যে অভিযান চালানো হয়েছে, তা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করল তারা। এক বিবৃতিতে চিন সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘’ভারত যে সেনা অভিযান চালিয়েছে, তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবেই বিরাজ করবে। তারা চিনেরও প্রতিবেশী। চিন সব রকমের সন্ত্রাসের বিরোধী। দু’পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে, শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে’।
