আমুদরিয়া নিউজ: পর্যাপ্ত ঘুম না হলে হাই ওঠা স্বাভাবিক। কিন্তু পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও ঘনঘন হাই ওঠে? তাহলে সাবধান হতে হবে! কারণ অতি সাধারণ এই ঘটনার পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগের লক্ষণ। তাই সচেতন না হলেই বিপদ! ঘনঘন হাই তোলার ক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে এচটি হল দুশ্চিন্তা। আবার স্নায়ুগত কোনও সমস্যা থাকলেও ঘন ঘন হাই ওঠে। পারকিনসন্স, ডিমেনশিয়ার একটি লক্ষণ হতে পারে হাই। শরীরের তাপমাত্রা বেশি হলে মস্তিষ্কের তাপমাত্রাও বেশি হয়। সেই সময় খুব বেশি করে হাই উঠতে পারে। এমন হলে ঠান্ডা জল খেয়ে নিতে পারেন। হাই ওঠা বন্ধ হয়ে যাবে।
হৃদ্পিণ্ডের চারপাশে রক্তক্ষরণ হলেও খুব ঘন ঘন হাই ওঠে অনেক সময়। চিকিৎসকেরা আরও জানাচ্ছেন, হাই ওঠা হার্ট অ্যাটকের অন্যতম লক্ষণ হতে পারে। স্ট্রোকের আগে অতিরিক্ত হাই ওঠে। বিশেষ করে শরীরচর্চার সময় যদি খুব বেশি হাই ওঠে, গরমের দিনে তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। আরও যে যে রোগের কারণে ঘনঘন হাই উঠতে পারে সেগুলি হল লিভার ফেলিওর, ব্রেন টিউমার। তাই বারে বারে হাই ওঠার ঘটনাকে মোটেই হালকা চালে নিলে চলবে না।