আমুদরিয়া নিউজ: ৯ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। এবার এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে । এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে । এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান । গ্রুপ পর্বে একবার ছাড়াও সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে । ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল । এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরই দুবাই চলে গিয়েছে পাকিস্তান। সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য নিজেদের তৈরি করছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। সেখানেই প্রস্তুতি ম্যাচ চলাকালীন রউফের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন কয়েক জন সমর্থক। তাঁদের মধ্যেই এক জন রউফকে বলেন, “ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে।” জবাবে রউফ বলেন, “দু’বারই হারাব।” রউফ মুখে যাই দাবি করুন না কেন, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। এতদিনে টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৩ বার। তার মধ্যে ১০ বার জয়ী হয়েছে ভারত।