আমুদরিয়া নিউজ : দুবাইয়ের রাস্তায় একটি বিলাসবহুল গাড়ির থেকে মুখ ও দুই পা বের করে রয়েছে একটি প্রাণী। আর কিছু নয়। সেটি একটি সিংহী। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে পশুপ্রেমের এমনই নজির। ভিডিওয় দেখা যাচ্ছে সিংহী সমেত গাড়িটি একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে। তার পাশে এসে দাঁড়াল আরেকটি গাড়ি যেটি থেকে ভিডিওটি তোলা হয়েছে। প্রথমে সিংহীকে বড় একটি হাই তুলতে দেখা গেল। তারপর ক্যামেরা ঘুরে গেল। দেখা গেল যে গাড়িটি থেকে ভিডিও তোলা হচ্ছে সেটিতে বসে একটি ফুটফুটে বেড়াল। তাঁদের কাল্পনিক কথপোকথন, তুমি বড়ো, আমি ছোট। কিন্তু আমরা জাতে এক।
 
			 
					 
		 
		 
		 
		