আমুদরিয়া নিউজ: মাধ্যমিকে এবার প্রথম স্থানে রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। ফল ঘোষণার পর কেঁদে ফেলে আদৃত। তাঁর কথায়, “মেধা তালিকায় ঠাঁই পাব এমনটা আশা ছিল, তবে প্রথম হব ভাবিনি।” বড় হয়ে ডাক্তার হতে চায় সে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। সেরা দশের তালিকায় রয়েছে ৬৬ জন। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, এর পর দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা রয়েছে।
