আমুদরিয়া নিউজ: জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। শুক্রবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই কোর্ট অন্য রকম কিছু বিবেচনা করতে পারে, তা আমাদের ধারণার মধ্যে ছিল না। আজকেই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাব। হাইকোর্টের রায়ের ফলে একটা নতুন জট সৃষ্টি হয়েছে। আশা করি দ্রুত তার সমাধান হবে।’’ ৭ অগস্ট, বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে সেই ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আদালত জানিয়ে দেয়, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা পুরোনো বিধি মেনে করতে হবে। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি। অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
