আমুদরিয়া নিউজ: বাজেটে অর্থের সংস্থান নেই। তাই সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইল রাজ্য সরকার। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। শেষ পর্যন্ত আদালত ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। আজ, ২৭ মে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হল। আর এদিনই আরও ছ’মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই অর্থ বাজেটে বরাদ্দ করা হয়নি। এদিকে, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের তরফে করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আপাতত কোর্টের কাছে জমা রাখার অনুমতি চাইল রাজ্য। কারণ রাজ্যের বক্তব্য, কর্মীদের ওই অর্থ দিয়ে দেওয়া হলে, পরবর্তী সময়ে যদি এই নির্দেশ রাজ্যের পক্ষে যায়, তাহলে টাকা উদ্ধার করা সম্ভব হবে না।
