আমুদরিয়া নিউজ : সিঙ্গাপুরে ফ্রান্সের দূতাবাসের আয়োজনে ‘ভয়লা! ফ্রান্স সিঙ্গাপুর ফেস্টিভ্যাল ২০২৫’ উত্সব শুরু হয়েছে। ২৩ এপ্রিল শুরু হয়ে এই উৎসব চলবে ৮ জুন পর্যন্ত। ফ্রান্স ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে এবার ২০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিল্পকলা, সঙ্গীত, চলচ্চিত্র ও সাহিত্যের নানা আয়োজন। উত্সবের অন্যতম আকর্ষণ হলো ‘সিটি অব আদার্স: এশিয়ান আর্টিস্টস ইন প্যারিস, ১৯২০–১৯৪০’ প্রদর্শনী, যা ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুরে চলছে। এতে ৪০০-এর বেশি শিল্পকর্ম ও ঐতিহাসিক নথি প্রদর্শিত হচ্ছে, যা দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে প্যারিসে এশীয় শিল্পীদের ভূমিকা তুলে ধরে। এছাড়াও, সিঙ্গাপুরের ফটোগ্রাফার মেলিসা তেও-র ‘টু রিভার্স’ প্রদর্শনী সিঙ্গাপুর নদী ও সিন নদীর মধ্যে সাদৃশ্য খুঁজে দেখাবে। সিঙ্গাপুরের বিখ্যাত পার্ক ‘গার্ডেনস বাই দ্য বে’-র সঙ্গীতানুষ্ঠান ‘লেজ আর্টস ইন নেচার’ ও সেন্টোসায় পরিবারবান্ধব চলচ্চিত্র প্রদর্শনের মতো ইভেন্টও থাকছে এই উত্সবে।
