আমুদরিয়া নিউজ: আগামী ৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবি মুক্তির আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী! এমনটাই দাবি করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন এই ছবি বানানোর জন্য তাকে রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ছবি নিয়ে নানা জটিলতার তৈরি হয়েছে। কলকাতার বুকে ছবির ট্রেলার প্রদর্শনে বাধা সৃষ্টি হওয়ার পর থেকেই এই ছবি বেশ চর্চায়। উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলকাতার বুকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই ধুন্ধুমার হয়। এরপর থেকেই এই ছবি আদৌ বাংলার বুকে মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয়ে অনেকেই।