আমুদরিয়া নিউজ: ধরুন, আপনার জ্বর হয়েছে বা মাথা ব্যথা? তাতে যদি প্যারাসিটামল খাওয়ার বদলে এক স্কুপ আইসক্রিম খেয়েই কাজ হয়ে যায়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই দাবি করেছে একটি ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট। সেটি বলছে, নেদারল্যান্ডসে তৈরি হয়েছে প্যারাসিটামল ইনফিউসন আইসক্রিম ! ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়েছে, ডাচ গবেষকরা এই ‘মেডিসিন্যাল ডেজার্ট’-টি তৈরি করেছেন, যা নাকি জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথা উপশমে সাধারণ প্যারাসিটামলের মতোই কার্যকর। ভাইরাল পোস্টটি ঘিরে মন্তব্যের ঝড় উঠেছে। সত্যি কি এমনটা সম্ভব? প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন আইসক্রিমটি সত্যিই নেদারল্যান্ডে বিক্রি করা হচ্ছে। কিন্তু আদতে তা নয়। ছবিটি আসলে সত্যিকারের বাজারজাত পণ্য নয়। ২০১৬ সালে হল্যান্ডের একটি মেলায় আইসক্রিমের প্রদশর্নী হয়েছিল। সেখানে প্যারাসিটামল- আইসক্রিম রাখা ছিল। তবে এটি বিক্রির জন্য নয়। স্রেফ সাধারণ মানুষের নজর কাড়তেই রাখা হয়েছিল। যদিও পরে তা প্রদর্শনী থেকে তুলে নেওয়া হয়।
