আমুদরিয়া নিউজ: প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভিয়েতনামে। প্রাকৃতিক এই দুর্যোগে এখনও পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৫ হাজার ৩০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। ৮০০ হেক্টর জমির ফলের গাছ নষ্ট হয়েছে। ৪২ হাজারের বেশি গবাদি পসুর মৃত্যু হয়েছে। এখনও জলের নিচে সাড়ে ১৬ হাজার ঘরবাড়ি। সাধারণ মানুষকে উদ্ধার করতে কাজ করছে উদ্ধারকারী দল। গত আগস্ট মাসে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮জনের মৃত্যু হয় এবং ৩জন নিখোঁজ হন।