আমুদরিয়া নিউজ: ভারত পাক দুই দেশের উত্তেজনার পরিস্হিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে ফোন করলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমন এবং ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বান জানালেন মার্কিন বিদেশ সচিব।
আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করা হয়েছে। তা ছাড়া ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে আলোচনায় সাহায্যের প্রস্তাব দিয়েছেন রুবিও। পহেলগাঁও পরবর্তী সময়ে ভারত-পাক উত্তেজনার পরিবেশে রুবিও এই প্রথম পাক সেনাপ্রধানকে ফোন করলেন। এর আগে রুবিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন।