আমুদরিয়া নিউজ : গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ করার ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তা পাস হওয়ার পরে রাষ্ট্সঙ্ঘের নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। সোমবার ওই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাতে গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ) গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে।
আপাতত গাজায় যুদ্ধবিরতি চলছে। ট্রাম্পের পেশ করা ২০ দফা শর্তে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল। এখন নতুন প্রস্তাব অনুসারে, গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া চালু হবে। অস্ত্র জমা দিতে হবে হামাসকেও। কিন্তু হামাস জানিয়েছে, তারা অস্ত্র সমর্পণের কথা ভাবছে না। ফলে, আগামী দিনে আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে হামাসের বিরোধ তৈরির আশঙ্কা করছেন অনেকে।
Leave a Comment