আমুদরিয়া নিউজ: দিনকয়েক আগেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও পরে আদালতের নির্দেশে সেই সিদ্ধান্ত স্থগিত হয়েছে। তবে এবার বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে বলা হয়েছে, আপাতত সোশাল মিডিয়ার কার্যকলাপের উপর কড়া নজরদারি চলবে। তাই পড়ুয়া এবং এক্সচেঞ্জ পড়ুয়াদের ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে। আপাতত এফ, এম এবং জে ভিসার আবেদনপত্রের ইন্টারভিউ স্থগিত রাখা হবে। এই ভিসাগুলি মূলত পড়ুয়াদের জন্যই। বিশ্বের সমস্ত মার্কিন কনসুলেটকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভিসার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া যাবে না। কারণ আবেদনকারীদের সোশাল মিডিয়া খুঁটিয়ে দেখা হবে। তাঁদের কোনও পোস্ট আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক কিনা, সেটাও বিবেচনা করবে মার্কিন প্রশাসন। জানানো হয়েছে, সিদ্ধান্তটি সাময়িক। তবে ঠিক কতদিন তা কার্যকর থাকবে, সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
