আমুদরিয়া নিউজ: ভারতের ১৫টি শহরে সেনা ছাউনিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনার তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। এদিকে পাকিস্তানের একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে লাহোরে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল আমেরিকা। শহরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। উপায় থাকলে লাহোর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
কূটনৈতিক আধিকারিকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘লাহৌর এবং তার কাছাকাছি অঞ্চলে ড্রোন বিস্ফোরণ, ড্রোন ধ্বংস এবং সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের রিপোর্ট পাওয়া গিয়েছে। এর ফলে লাহৌরে অবস্থিত মার্কিন দূতাবাস সকল কর্মীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। আমেরিকার যে সমস্ত নাগরিক বর্তমানে লাহৌরে আছেন বা এমন জায়গায় আছেন, যেখানে সক্রিয় সংঘর্ষ চলছে, যদি সম্ভব হয়, তাঁরা অবিলম্বে সেই জায়গা ছেড়ে চলে যান। যদি নিরাপদে তা করা সম্ভব না-হয়, তবে নিরাপদ স্থানে আশ্রয় নিন।’’ নাগরিকদের সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগের কয়েকটি নম্বরও দিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে।