আমুদরিয়া নিউজ: আমেরিকার ব্যবস্থাপনা ও জনসম্পদ দফতরের উপসচিব মাইকেল জে রিগাসের সঙ্গে ছ’দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। শনিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। দু’জনের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে জয়শঙ্কর ওই বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘আজ (ভারতে) আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোরের সঙ্গে দিল্লিতে বৈঠক করলাম। ভারত-আমেরিকা সম্পর্ক এবং এর বৈশ্বিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।’’ গোরকে ভারতে তাঁর নতুন দায়িত্বের জন্যও শুভেচ্ছা জানান জয়শঙ্কর। সম্প্রতি মার্কিন সেনেট ভারতে সে দেশের রাষ্ট্রদূত হিসাবে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও দায়িত্বগ্রহণ করেননি গোর।
