আমুদরিয়া নিউজ: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। ওয়াশিংটনস্থিত আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা অর্থ তহবিল হল বিশ্বজুড়ে আর্থিক লেনদেন ও ঋণদানকারী সর্বোচ্চ সংস্থা। শুক্রবার ভারত সরকার উর্জিত প্যাটেলের নাম ঘোষণা করেছে। তিনি ওই পদে তিন বছর কাজ করবেন। কেন্দ্র বিবৃতি দিয়ে জানিয়েছে, উর্জিত আইএমএফে ভারত-বাংলাদেশ-নেপালের মতো দেশের প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে আইএমএফ ইডি পদটি শূন্য পড়ে রয়েছে। একটি বিতর্কিত বই ও প্রটোকল ভঙ্গের দায়ে এর আগের ইডি কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০১৬ সাল থেকে ২০১৮ সালের শেষদিক পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন উর্জিত। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন এই উর্জিত প্যাটেলের সঙ্গে মোদি সরকারের বিবাদের একাধিক খবর প্রকাশ্যে আসে। শোনা যায় নোট বাতিল নিয়েও প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে একমত ছিলেন না উর্জিত। তারপর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-তে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। চিনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার লগ্নি সংক্রান্ত বিষয়ের ভাইস প্রেসিডেন্টও ছিলেন।
