আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইন অধিকৃত ভূখণ্ডে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো আলবানেজ এবং গাজায় যে সব চিকিৎসকগণ কাজ করছেন, তাঁদের নাম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য পেশ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন এক মুখপাত্র। নরওয়ের নোবেল কমিটিতে ওই মনোনয়ন জমা দেওয়ার পরে তিনি এ ঘোষণা দেন। ওই মুখপাত্র জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন ওই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।