আমুদরিয়া নিউজ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার কথা আর ভাবছেন না। রবিবার বার্লিনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ব্যাপারে তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন। আজও আলোচনা চলবে। তবে আমেরিকা ও ন্যাটোর একাংশের আপত্তি থাকায় আপাতত ওই জোটে যোগ দেওয়ার ভাবনা থেকে সরছেন ইউক্রেন।