আমুদরিয়া নিউজ: রাজ্যে দ্রুত বাড়ছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা। কখনও পুলিশ, কখনও ইডি বা সিবিআই অফিসারের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সাইবার জালিয়াতরা কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। রাজারহাটে এবার সেই একই কায়দায় প্রায় ১.৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ।
৮ সেপ্টেম্বর রাজারহাটের সিখের বাগানের বাসিন্দা সুনীতকুমার রায়ের কাছে ফোন করে নিজেকে ‘পুলিশ অফিসার’ পরিচয় দেয় এক প্রতারক। বলা হয়—তিনি কাউকে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন, তাঁর বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে এবং গ্রেপ্তারির পরোয়ানাও জারি। এরপর তাঁকে ভিডিও কলে যুক্ত করে দেখানো হয় নকল কোর্টরুম ও নকল পুলিশ অফিসার। ৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সুনীতার বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১ কোটি ৪ লক্ষ ৭০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে নারায়ণপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে মূল চক্রের দুই সদস্য নবীন আর (৩৫) ও ইন্দ্রধনুষ জে (৩৩)-কে গ্রেপ্তার করে পুলিশ ।