আমুদরিয়া নিউজ: স্পিড লিমিট ভেঙে হাইওয়েতে দুরন্ত গতিতে গাড়ি চালানোর জের, খোদ পরিবহন মন্ত্রীকে গুনতে হল জরিমানা! তুরস্কের রাজধানী আঙ্কারার ঘটনা। সংবাদ সংস্থা জানিয়েছে রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারার ঠিক বাইরে হাইওয়েতে উচ্চগতিতে গাড়ি চালাচ্ছিলেন পরিবহন মন্ত্রী আবদুল কাদির উরালোগলু। মন্ত্রী হাইওয়েতে ২২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা সেই হাইওয়েতে নির্ধারিত গতিসীমার থেকেও আইনত দ্বিগুণ বেশি। আর এই অপরাধে তাঁকে ট্রাফিক পুলিশ ৯২৬৭ লিরা অর্থাৎ ২৮০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা) জরিমানা করেছে। পরে একটি বিবৃতি জারি করে পরিবহনমন্ত্রী কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে অজান্তেই তিনি গতিসীমা লঙ্ঘন করেছেন। পরবর্তীতে গাড়ি চালানোর সময় আরও সতর্কতা অবলম্বনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
