আমুদরিয়া নিউজ: কানাডায় চলছে জি৭ সম্মেলন। সেখানে উপস্থিত জি৭ -এর অধীন সব দেশের রাষ্ট্রনেতারা। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফর কাটছাঁট করে আমেরিকায় ফিরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ফিরে আসছেন তিনি। আরব দুনিয়ায় দ্রুত অবনতি পরিস্থিতির জন্যেই এই সিদ্ধান্ত। তেহরানের নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ তিনি লেখেন, ‘সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।’ যা কিছু ঘটতে চলেছে তার জন্য ইরানকে দায়ী করে সোশাল মিডিয়ায় ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের উচিত ছিল নতুন পরমাণু চুক্তিতে সই করা। আমি ওদের চুক্তিতে সই করতে বলেছিলাম। সেটা করলে সাধারণ মানুষের প্রাণহানি ঘটত না। সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি এটা বার বার বলেছি।’ ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে।
 
			 
					 
		 
		 
		 
		