আমুদরিয়া নিউজ : আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যখন তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল, তখন তিনি বাণিজ্য সংক্রান্ত চাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন। তাঁর দাবি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সংঘর্ষের ঝুঁকি কমে আসে। তবে ভারতের তরফে এই দাবি মানা হয়নি। ভারত সরকার জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিষয়টি নিজেদের কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিয়ন্ত্রণে এসেছে এবং এতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার ভূমিকা ছিল না।