আমুদরিয়া নিউজ : অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসন ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে ভোট দেওয়া রাজ্যগুলোর জন্য ৭.৬ বিলিয়ন ডলারের ক্লিন এনার্জি অনুদান বাতিল করেছিল। সোমবার মার্কিন জেলা জজ অমিত মেহতা রায় দিয়েছেন যে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধভাবে কাজ করেছে। প্রশাসনের এই পদক্ষেপ সংবিধানের সমতা রক্ষার শর্ত লঙ্ঘন করেছে। প্রকল্পের অনুদান প্রাপক রাজ্যগুলি ট্রাম্পকে ভোট দিয়েছে কিনা এই ভিত্তিতে অনুদানগুলি বাতিল করা হয়েছিল। অনুদানগুলি ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নিউ জার্সি এবং ওয়াশিংটন রাজ্যসহ ১৬টি রাজ্যের বিভিন্ন ক্লিন এনার্জি প্রকল্পে সহায়তা করার জন্য নির্ধারিত ছিল। প্রকল্পগুলোর মধ্যে ব্যাটারি প্ল্যান্ট এবং হাইড্রোজেন প্রযুক্তি তৈরির উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল। ওই রাজ্যগুলির প্রকল্পগুলি বাতিল করার মাধ্যমে ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলির ওপর চাপ বাড়াতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন।