আমুদরিয়া নিউজঃ এখন থেকে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনবেন তিনি। তাই জনতার দরবার- এ বসবেন উত্তরবঙ্গের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এখন থেকে প্রতি রবিবার বসবে এই জনতার দরবার। সেখানে তাকে ওই বিধানসভার জনতা বিভিন্ন বিষয়ে জানাতে পারবেন এবং সমাধানে সচেষ্ট হবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানিয়ে পোস্ট করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের এই পোস্টকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
পদ্ম শিবিরের নেতৃত্ব কটাক্ষের সুরে জানান, তৃণমূল বিধায়ক বুঝতে পেরেছেন রায়গঞ্জের মানুষ তার পাশে নেই । তার পায়ের তলার মাটি সরে গিয়েছে। তার সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই। নিজের অস্তিত্ব রক্ষা করতে তাই বিধায়ক লিফলেট বিলি করছেন। কখনও জন সংযোগ করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনতার দরবারের কথা বলছেন। তিনি রায়গঞ্জের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ছাপ্পা ভোট দিয়ে ওই কেন্দ্রে জিতেছে। স্বচ্ছভাবে ভোট হলে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস হারবে।
তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। কেন্দ্রের বিজেপির জোট সরকার বাংলার জন্য কিছুই করছে না। রাজ্যে তাদের দুটি প্রকল্প চালু হলেও কেন্দ্র তার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজে ১০০ দিনের কাজের টাকা উপভোক্তাদের দিয়েছে। আবাস যোজনার টাকাও কেন্দ্র আটকে রেখেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে নিজ উদ্যোগে আবাস যোজনার টাকা প্রদান করা শুরু করবে। রাজ্য সরকার মানুষের উন্নয়নের জন্য প্রচুর কাজ করছে।