আমুদরিয়া নিউজঃ এবার কোলকাতায় শুট আউটের চেষ্টা!কসবায় তৃণমূল কাউন্সিলারকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতি।শুক্রবার রাত ৮ টা নাগাদ নিজের বাড়ির সামনেই বসে একজনের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল কাউন্সিলার। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতি। তবে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছন তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষ। তিনি কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। স্কুটি করে সেখানে আসে দুই জন দুষ্কৃতি।
একজন স্কুটি থেকে নেমে এগিয়ে এসে সুশান্ত ঘোষের দিকে বন্দুক তাক করে গুলি চালায়। কিন্তু কারণ বশত বন্দুক থেকে গুলি বের হয়নি। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছেন তিনি। এই পরিস্থিতিতে ওই দুষ্কৃতি স্কুটিতে চড়ে পালাতে গেলে স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলে। অন্যজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে পাকরাও করা দুষ্কৃতিকে গ্রফতার করে। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষ বিস্মিত ও হতাশ বলে জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা দুষ্কৃতি বিহারের বৈশালির বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।