আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের দ্বিতীয় পর্ব। সোমবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের আগে সানরাইজার্স শিবিরে দুঃসংবাদ। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড। তাই তিনি সোমবারের ম্যাচ খেলতে পারবেন না। রবিবার এ কথা জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তিনি বলেছেন, “হেডের কোভিড-১৯ হয়েছে। তাই ও যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই ওকে পাওয়া যাবে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।”
বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেক কম। এই পরিস্থিতিতে কী ভাবে হেড করোনায় আক্রান্ত হলেন তার সন্ধান চলছে। যদিও তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে কি না বা দলের আর কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি না সেই খবর তিনি জানাননি। প্রসঙ্গত, ইতি মধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ।