আমুদরিয়া নিউজ : বুধবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, নাখোন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় ব্যাংকক থেকে উবন রাচাথানি অভিমুখী একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকার্যে যুক্ত একটি ক্রেন ভেঙে পড়ে। এতে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়ে লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে ১৯৫ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতরে এখনও কিছু দেহ আটকে থাকতে পারে। পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিটপ্রাকার্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।