আমুদরিয়া নিউজ : জঙ্গিরা নিরীহদের প্রাণ নিয়ে হয়ত ভেবেছিল যে ভারতীয়দের মনোবলকে ভাঙা যাবে, এবার হয়তো মানুষ জঙ্গিদের শেষ করার কথা না ভেবে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই বাধাবে। মানুষ ভয়ে আর কাশ্মীরে যেতে চাইবে না। ফলে কাশ্মীরের পর্যটন পুরোপুরি ভাবেই ধসে যাবে এবং তাঁরা এটারই সুযোগ নিবে। কিন্তু কাশ্মীরিরা বারবার অনুরোধ করছে এটা কখনই হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে লড়াই না করে সকলের উচিত একজোট হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা। তাই ওনারা বলেছেন কেউ যেন ভয় পেয়ে কাশ্মীর যাওয়া বন্ধ না করেন।
