আমুদরিয়া নিউজ : বিদেশে লুকিয়ে থাকা ফেরার অপরাধীদের ফেরাতে এবার চালু হল ভারতপোল। এখন থেকে এই ভারতপোল পোর্টাল ইন্টারপোলের সঙ্গে সিবিআই তো বটেই, দেশের সব রাজ্য পুলিশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর মেলবন্ধনের কাজ করবে। ফলে, বিদেশি ফেরার অপরাধীদের হদিস করে ফিরিয়ে আনার রাস্তা আরও মসৃণ হবে।
মঙ্গলবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, এই অনলাইন পোর্টাল চালু হওয়ার ফলে সরাসরি ইন্টারপোলের থেকেই কোনও অপরাধীর তথ্য চাইতে পারবে নানা রাজ্য পুলিশ।
এতদিন ভারতের নানা রাজ্যের পুলিশ বা কেন্দ্রশাসিত এলাকার পুলিশের ইন্টারপোল সংক্রান্ত যাবতীয় তদন্ত এবং তথ্যের জন্য সিবিআইয়ের মাধ্যমে যোগাযোগ করতে হতো। এমনকী, কোনও মামলার অভিযুক্ত যদি বিদেশে গা ঢাকা দেয়, তা হলে ‘রেড কর্নার’ নোটিশ জারির জন্যেও সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে সিবিআইয়ের দ্বারস্থ হতে হয়। এমনকী ইন্টারপোলের থেকে ইয়েলো নোটিশ (হারিয়ে যাওয়া মানুষের জন্য), ব্লু নোটিশ (কোনও এক ব্যক্তির কার্যকলাপ সংক্রান্ত যাবতীয় তথ্য) জারির জন্যেও সেই রাজ্য পুলিশের ডিপার্টমেন্টকে আগে সিবিআইয়ের দ্বারস্থ হতে হতো।
এখন ভারতপোল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার সরাসরি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে ভারতপোলের তদারকির দায়িত্বে থাকছে সিবিআই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ২০২১ সাল থেকে ইন্টারপোলের সাহায্যে প্রায় ১০০ জন অপরাধীকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। গত ২০২৪ সালেই ২৬ জন ফেরার অভিযুক্তকে বিদেশ থেকে ফেরত আনা হয়েছে ভারতে।