আমুদরিয়া নিউজ: নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর ঢুকতেই মন্ত্রীকে কালো পতাকা দেখাল স্থানীয় তৃণমূলকর্মীরা। সিদ্দিকুল্লা মন্তেশ্বরের বিধায়ক। একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার আগে বৃহস্পতিবার সেখানে যান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক জন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। মন্ত্রীকে ‘চিটিংবাজ-ধাপ্পাবাজ’ বলেও আক্রমণ করতে থাকেন বিক্ষোভকারীরা। সেই সময়ে ইট-রড-লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে। কনভয়ে থাকা মোট পাঁচটি গাড়িতে হামলা চলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার খোঁজখবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী। পুরো বিষয়টি মমতা এবং অভিষেককে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
