আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশকে আমেরিকার সঙ্গে সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। সোমবার সমাজমাধ্যমে এক ঘোষণায় তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো সরকারি নির্দেশ প্রকাশ করেনি। ইরান বহু বছর ধরেই আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইরান প্রধানত চিন সহ তুরস্ক, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের সঙ্গে বাণিজ্য করে। ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছে চিন। তারা একে একতরফা ও অন্যায্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।