আমুদরিয়া নিউজ : ভিডিওতে দেখা যাচ্ছে এক নাবালিকা দাঁড়িয়ে। তার পেছনে রয়েছে একটার ওপর আরেকটা চাপানো বালিশ। পাশে রয়েছেন সম্ভবত তার বাবা। মেয়েটি পেছন দিকে ধনুকের মতো বেঁকে প্রথমে সব থেকে ওপরের বালিশটিকে মাথা দিয়ে ছুঁল। সঙ্গে সঙ্গে তার বাবা ওপরের বালিশটিকে সরিয়ে দিলেন। এরপর আবার সে বাঁকা হয়ে দ্বিতীয় বালিশটিকে ছুঁল। আবার তার বাবা সেই বালিশটিকে সরিয়ে দিলেন। এভাবে মেয়েটি একটি বালিশ মাথা দিয়ে ছোঁয়ার পর পরের বালিশটি ছুঁতে আরও বেশি পেছনে ঝোঁকে। এভাবে সব বালিশ ছোঁয়ার পর শেষে পেছন দিকে ঝুঁকে সে মাটিও ছুঁয়ে ফেলে। ভিডিওটির ক্যাপশন, বাচ্চাদের মোবাইল নয়, দরকার আপনার সময়ের। দেখে ভিডিওর ক্যাপশনের সঙ্গে সহমত নেটিজেনরা।
