আমুদরিয়া নিউজ : রান্না ঘরে পড়ে রয়েছে মহিলার দেহ, বিছানায় কাঁদছে শিশু। এক মহিলার রহস্য জনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। মৃত ওই মহিলার নাম অর্পিতা সিংহ। জানা গিয়েছে,তার বাড়ি কালজানি কুড়ারপাড় এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার চকচকা এলাকার একটি বাড়িতে। এরপর স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ।
তারা ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে ভাড়াটিয়া অর্পিতা সিংহের ঘর থেকে তার শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু বড় কারও সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে ভাড়াটিয়ার রুমের সামনে যান বাড়ির মালিক। ঘরের দরজা খোলা দেখে তিনি ডাকাডাকি করে কোন উত্তর না পেয়ে ভিতরে ঢুকে পড়েন। তিনি দেখেন বিছানার উপর ছোট্ট শিশুটি কাঁদছে। অন্যদিকে ওই মহিলাকে দেখেন রান্না ঘরে পরে রয়েছে। সেই সময় ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না। এমতাবস্থায় বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে অর্পিতা সিংহের দেহ উদ্ধার করে নিয়ে যান। কিভাবে বা কি কারনে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানা যায় নি। ফলে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা যায়, অর্পিতা সিংহ ও তার স্বামী রবীন্দ্র আঢ্য দীর্ঘ ৮ মাস আগে চকচকা এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকতে আসেন। তার স্বামী চকচকার রাইস মিল তখন কাজ করতো। তাদের বাড়ি ছিল কালজানি কুড়ারপাড় এলাকায়। এখন তিনি দিনহাটার একটি রাইস মিলে কাজ করেন। সোমবার ভোরবেলার দিকে ওই মহিলার শিশু দীর্ঘ সময় ধরে কান্না করছিল। তা শুনে বাড়ির মালিক তাদের ঘরে দেখতে যান। ঘরের দরজা খোলা থাকায় তিনি ভিতরে গিয়ে ওই মহিলার দেহ রান্না ঘরে পরে থাকতে দেখেন বলে দাবি করেছেন। সেই সময় মৃত মহিলার স্বামী সেখানে ছিলেন না। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,পুরো বাড়িটি সিল করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।