আমুদরিয়া নিউজ : রাজ্যে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। বুধবার থেকে সেই নিয়োগ প্রক্রিয়াও চালু হতে চলেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।