আমুদরিয়া নিউজ : কুয়াশার কারণে নামতে পারল না মোদীর হেলিকাপ্টার। তাহেরপুরে জনসভায় যোগ না দিতে পেরে দমদমে ফিরে গেল হেলিকাপ্টার। তাহেরপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বহু মানুষ জমায়েত হয়েছেন। সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা ভাষণও দিয়েছেন। তারপরেই বিজেপি সুপ্রিমোর ভাষণ দেওয়ার কথা ছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সড়কপথে তাহেরপুর রওনা হওয়ার কথাও ছিল। কিন্তু পরে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মোদীর ভাষণ শুরুর কয়েক মিনিট পরেই ভাষণ থামিয়ে দেওয়া হয়। ভেসে ওঠে বিজ্ঞাপন। এরপর প্রধানমন্ত্রীর গলা শোনা যায়। তিনি উপস্থিত দর্শকদের ফোনে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর আগামী গন্তব্য অসম।