আমুদরিয়া নিউজ : বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় সমর্থকেরা। তবে সেই সুযোগ একেবারেই সস্তা নয়। জানা গিয়েছে, মেসির সঙ্গে হাত মেলানো ও ছবি তোলার জন্য বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ প্যাকেজ চালু করা হয়েছে, যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। এই প্যাকেজ কিনলে নির্দিষ্ট সংখ্যক ভক্ত মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। সঙ্গে থাকবে পেশাদার ফটোগ্রাফারের তোলা ছবি, বিশেষ লাউঞ্জে বসার ব্যবস্থা এবং খাবার-পানীয়।
মেসির ভারত সফর ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। কলকাতা-সহ দেশের কয়েকটি বড় শহরে তাঁর উপস্থিতির কথা রয়েছে। তবে এত বেশি দামের টিকিট সাধারণ ভক্তদের নাগালের বাইরে বলেই মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অনেকের মত, মেসির মতো তারকাকে দেখার সুযোগ শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সাধারণ সমর্থকেরা বঞ্চিত হবেন।