আমুদরিয়া নিউজ: শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস বিতর্কে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন শিনাওয়াত্রা। শুক্রবার সে দেশের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে বরখাস্ত করার রায় দিয়েছে। বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরে সংঘর্ষে লিপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। যার জেরে মৃত্যু হয় দুই দেশের বহু সেনা ও নাগরিকের। এই সংঘাতের মাঝেই গত জুন মাসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের ফোনালাপ প্রকাশ্যে আসে। সেখানে এই সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করতে শোনা যায় তাঁদের। উল্লেখ্য, ২০২৩ সালে হুন পদত্যাগ করলেও কম্বোডিয়ার সরকার তাঁর পরামর্শেই চলে। ফাঁস হওয়া ফোন কলে শোনা যায়, শিনাবাত্রা কম্বোডিয়ার নেতাকে ‘আঙ্কল’ বলে সম্বোধন করছেন। বলছেন, ‘‘যে কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলুন।’’ এমনকি, নিজের দেশের সেনার সমালোচনাও করতে শোনা যায় তাঁকে! এরপরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন সেখানকার বিরোধী দল। দায়ের হয় মামলা। এই মামলায় গত জুন মাসেই সাসপেন্ড করা হয়েছিল শিনাওয়াত্রাকে। বিপাকে পড়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েও শেষ পর্যন্ত গদিরক্ষা হল না।
