আমুদরিয়া নিউজ: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের জেরে গুলিগোলার লড়াই শুরু হয়েছে বুধবার গভীর রাত থেকে। বৃহস্পতিবার সকালেও গুলিগোলা ড্রোন হামলা হয়েছে সিমান্তে। গতকাল সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের দুই নাগরিক মৃত্যু হয়েছিল। বদলা নিতে এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। দুই দেশের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এই হামলার কথা স্বীকার করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত থাই সামাজমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, কম্বোডিয়া শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পক্ষে। কিন্তু থাই হামলার পরে পালটা বল প্রয়োগের প্রতিক্রিয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বিবাদ বহুদিনের। আগেও এলাকার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে।
