আমুদরিয়া নিউজ : গত অক্টোবরে যুদ্ধবিরতির পরে ফের থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে। থাই সেনা সূত্রে জানানো হয়েছে, রবিবার কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে এক থাই সেনা নিহত হয়েছেন। অন্তত ১০ জন আহত হয়েছেন। উভপক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। গত জুলাইয়েও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। পাঁচ দিন ধরে সংঘর্ষ চলে। গত অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তি হয়।