আমুদরিয়া নিউজ: নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ ইডেনে। দ্বিতীয় গুয়াহাটিতে। সেই দুটি টেস্টের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর থেকে আর দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে। দু’টেস্টের সিরিজ় ছাড়াও তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ও খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডে জর্জি, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, জুবায়ের হামজা, কোরবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামী, সিমন হারমার, কাগিসো রাবাডা, কেশব মহারাজ