আমুদরিয়া নিউজ : পরীক্ষার মাঝপথে এক পড়ুয়াকে মুরগি কাটার জন্য চাপ দিয়েছিলেন শিক্ষক। মারাত্মক এই অভিযোগে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। রাজস্থানের উদয়পুর জেলার ঘটনা। কোনও বেসরকারি স্কুলে নয়, এই ঘটনা ঘটেছে সরকারি স্কুলেই। সরকারি আধিকারিকদের দাবি অনুসারে, নবম শ্রেণির এক পড়ুয়াকে পরীক্ষা চলাকালীন মুরগি কেটে পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছিলেন সরকারি স্কুলের শিক্ষক মোহনলাল ডোডার। ওই মুরগি আবার নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন শিক্ষক। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ হন উদয়পুরের কোটাডার বাসিন্দারা। এর পরেই তাঁরা সেই রাজ্যের মন্ত্রী বাবুলাল খারারির কাছে অভিযোগ জানাতে যান। মন্ত্রী তখন মহকুমা শাসক হাসমুখ কুমারকে বিষয়টি নিয়ে তদন্ত করে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। জেলা শিক্ষা আধিকারিক অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।
