আমুদরিয়া নিউজ: ‘পুলিশের চর’ তকমা দিয়ে ছত্তিশগড়ে স্কুলশিক্ষককে খুন করল মাওবাদীরা। নিহত শিক্ষকের নাম লক্ষ্মণ বরসেকে। সুকমা জেলার জাগারগুন্ডা থানার অন্তর্গত সিলগার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, মাওবাদী উপদ্রুত বস্তারে অবুঝমাঢ়ের জঙ্গলে ঘেরা প্রত্যন্ত অঞ্চলগুলিতে ‘শিক্ষাদূত’ হিসাবে কাজ করতেন লক্ষ্মণ। পুলিশ সূত্রের খবর, রাতে গ্রামে ঢুকে লক্ষ্মণকে তাঁর বাড়ি থেকে টেনে বার করে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র জঙ্গিরা। এরপর পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয় তাঁকে। উল্লেখ্য, আগেও পুলিশের চর তকমা দিয়ে শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত হয়েছে মাওবাদীরা।