আমুদরিয়া নিউজ: সস্ত্রীর দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে চড়ছে রাজনীতির পারদ! একের পর এক রাজ্য বিজেপি নেতা দিলীপকে বিঁধে নানান কথা বলেছেন। বাদ গেলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ও। দিলীপ-মমতা সাক্ষাৎ নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ!
কিছুটা সে বিতর্ক উস্কেই তথাগত বললেন, “এর মধ্যে যে রাজনীতির গন্ধটা রয়েছে, সেটাকে অস্বীকার করাটা খুব ন্যাকামি হবে। কোন পথে যে উনি চলেছেন, তারই একটা আভাস পাচ্ছি। উনি প্রাক্তন সভাপতি ছিলেন। বর্তমানেও হয়তো হতে চাইছেন। সেটা হয়তো দল চাইছে না। তাই উনি পার্টি ছেড়ে চলে যেতে চান। প্রকাশ্যে যোগ না দিলেও হয়তো ভিতরে ভিতরে যোগ দিয়ে দিয়েছেন। মমতার সঙ্গে সাক্ষাৎ অন্তত তেমনটাই বলছে।’
তথাগতকে পালটা তাঁকে জবাব নিয়েছেন দিলীপও। তিনি বলেন, ‘যাঁর নিজের গতি নেই, তিনি আমার গতিপ্রকৃতি নিয়ে কথা বলবে? আসলে অনেকে ভাবছে আমি দল ছেড়ে চলে গেলে জায়গা ফাঁকা হবে। আমার জায়গায় তাঁরা বসতে পারবেন। কিন্তু আমি দল ছাড়ছি না। কোথাও যাচ্ছি না।’