আমুদরিয়া নিউজ : ওজন ছিল ২৭০। হ্যাঁ। ওবেসিটির শিকার হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তানিয়া সান্তিয়াগো। তারপর ঘুরে দাঁড়ান তিনি। শুরু করেন শরীর চর্চা। কমিয়ে ফেলেন ওজন। ১৯০ কেজি ওজন কমিয়ে বিশ্ব রেকর্ড না করলেও নজির তৈরি করেছেন তানিয়া। এখন তাঁর শারীরিক ওজন কমে দাঁড়িয়েছে ৮০-র কাছাকাছি। শরীর ঝরিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন ৩১ বছর বয়সী ওই তরুণী।
